ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিকৃবির ভিসি পদে নিয়োগ পেতে দৌড়ঝাঁপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
সিকৃবির ভিসি পদে নিয়োগ পেতে দৌড়ঝাঁপ

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. শহীদ উল্লাহ তালুকদার।

তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর।

আগামী ভিসি হিসেবে বাকৃবির তিন শিক্ষকের নাম আলোচনায় আসছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ভিসি পদে বাকৃবির কৃষিবিজ্ঞানী অধ্যাপক ড. মো. আব্দুর রহমান সরকার এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়রে গণতান্ত্রিক শিক্ষক সমিতির একাধিক শিক্ষক জানান,  কৃষিবিজ্ঞানী প্রফেসর ড. মো. আব্দুর রহমান সরকারকে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দিলে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এছাড়া বাকৃবির প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঁইয়া, একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম শাহী আলমের নামও আলোচনায় আসছে।

উল্লেখ্য, ২০১০ সালের সেপ্টেম্বরে সিকৃবির ভিসি হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘন্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ