ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডাইনিং সংস্কারে দীর্ঘসূত্রতা, বিপাকে শেকৃবি শিক্ষার্থীরা

মহিবুল আলম সবুজ, শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
ডাইনিং সংস্কারে দীর্ঘসূত্রতা, বিপাকে শেকৃবি শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হলের ডাইনিংয়ের সংস্কার কাজে দীর্ঘসূত্রতায় বিপাকে পড়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। প্রায় ১ মাস আগে এই ডাইনিংয়ের সংস্কার কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি।



এজন্য প্রশাসনের অবহেলাকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। তবে হল প্রভোস্ট সঠিক সময়ে শ্রমিক না পাওয়াকে এজন্য দায়ী করেছেন।

আর ডাইনিং বন্ধ থাকায় হলের একমাত্র ক্যান্টিনে বেশি দামে খেতে হচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

প্রায় এক হাজার ছাত্রের কবি কাজী নজরুল ইসলাম হলের ডাইনিংয়ের কাজ শুরু হয় গত আগস্ট মাস থেকে। এরপর একমাস পার হয়ে গেলেও ধীরগতিতে চলতে থাকা হলের সংস্কার কাজ এখনো শেষ হয়নি।

খোঁজ নিয়ে দেখা যায়, সেখানে এখনও দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। টেবিল-চেয়ার নাজুক অবস্থায় পড়ে আছে।   খুব শিগগির এটা পুনরায় চালু হচ্ছে না বলে জানিয়েছেন ডাইনিংয়ের এক কর্মচারী।

কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী মিনহাজ সরকার জানান, ঈদের লম্বা ছুটি থাকলেও প্রশাসন তখন কোনো কাজ করেনি। যদি তখন কাজ শুরু করতো তবে এখন আমাদের এই কষ্ট করতে হতো না। এজন্য তিনি প্রশাসনের অবহেলাকে দায়ী করেন।

এ ব্যাপারে প্রভোস্ট প্রফেসর ড. ইসমাঈল হোসেন বলেন, ঈদের ছুটিতে আমি কাজ করাতে চাইলেও শ্রমিক সংকটের কারণে করাতে পারিনি। তবে আগামী কয়েকদিনের মধ্যে আমরা কাজ শেষ করতে পারব বলে আশাবাদী।

এদিকে ডাইনিং বন্ধ থাকায় হলের একমাত্র ক্যান্টিনে বেশি পয়সা দিয়ে খাবার কিনে খেতে হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

তবে এ ব্যাপারে ক্যান্টিন ব্যবস্থাপক হারুন মিয়া বলেন, গরুর মাংস আগে ছিলো ২৬০ টাকা কেজি। আর এখন ৩০০ টাকা। ছোট মাছের দামও বেড়ে গেছে। তাই খাবার মূল্য বেশি রাখতে বাধ্য হচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ