ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির দুই ছাত্রলীগ নেতার নামে জিডি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
ইবির দুই ছাত্রলীগ নেতার নামে জিডি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই যুগ্ম আহ্বায়কের নামে ইবি থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আহমেদ মাহফুজ সাজন ও সজিবুল ইসলাম সজিবের নামে জিডি করেন বলে জানা গেছে।



ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জনক বাংলানিউজকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ছাত্রলীগ নেতা আহমেদ মাহফুজ সাজন এবং সজিবুল ইসলাম সজিবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্ট, গাড়ি পোড়ানো ও ভাঙচুর, বিভিন্ন অফিসে হামলা-ভাঙচুর, উপাচার্য অফিসে হামলা, পুলিশ ও  শিক্ষকদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

এছাড়াও তাদের বিরুদ্ধে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রাশিদ আসকারী,  বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল কেএম সালেহ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের নামে বিভিন্ন অশালীন উক্তি, অরুচিশীল লিফলেট বিতরণসহ ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ আনা হয়েছে।

জিডিতে উল্লেখিত দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বাংলানিউজকে বলেন, জিডিতে উল্লেখিত ওই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অনেকদিন ধরে বিভিন্ন অভিযোগ এলেও এতদিন তা আমলে নেওয়া হয়নি। কিন্তু বর্তমানে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করাসহ, ভাঙচুর, শিক্ষকদের ওপর হামলা ও ক্যাম্পাস অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিডি করেছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা সজিবুল ইসলাম সজিবের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ক্যাম্পাসে  আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের চিত্র এর আগে বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়। এছাড়া ওই দুই নেতার বিরুদ্ধে শিক্ষকদের ওপর দুই দফায় হামলা, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসের বাসে ভাঙচুর, পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে ছাত্রদলের মিছিলে গুলিবর্ষণসহ সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে।

ছাত্রলীগ নেতা সজিব এধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার ব্যাপারে সম্প্রতি কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে মুচলেকা দিয়ে এলেও থামছেন না তিনি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ