ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

৩৩তম বিসিএসের ৯৭৫ জন প্রভাষকের ওরিয়েন্টেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, সেপ্টেম্বর ৪, ২০১৪
৩৩তম বিসিএসের ৯৭৫ জন প্রভাষকের ওরিয়েন্টেশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে নতুন যোগদান করা শিক্ষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

প্রথমবারের শিক্ষা ক্যাডারের শিক্ষকদের নিয়ে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ অনুষ্ঠানে শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন, এএস মাহমুদ, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব স্বপন কুমার রায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাহপরিচালক (ডিজি) ফাহিমা খাতুন, তিতুমীর কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ বক্তব্য রাখেন।

বিভিন্ন কলেজে যোগদান করা ৯৭৫ জন প্রভাষককে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের মধ্যে বক্তব্য রাখেন উম্মে গাউস কানিজ ও লাবলু সরকার।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।