ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
শাবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর। ওইদিন সকাল সাড়ে ৯ টায় এবং বিকেল আড়াইটায় দুই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এ উপলক্ষে পরীক্ষার অনলাইন আবেদন ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আবেদন শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর। চলবে আগামী ১০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।  

শাবির ভর্তি পরীক্ষা কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কমিটি সূত্রে জানায়, ২০১৩-১৪ সেশনের এইচএসসি/সমমান এবং ২০১১-১২ এর এসএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পাদনকারীদেরকে ২০০৯-১০ সনে অনুষ্ঠিত এসএসসি বা সমমান পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।

‘এ’ ইউনিটে আবেদনের জন্য নূন্যতম জিপিএ ৩ সহ সবর্মোট জিপিএ ৬ দশমিক ৫ এবং ‘বি’ ইউনিটের জন্য নূন্যতম জিপিএ ৭ থাকতে হবে।

এছাড়া উভয় ইউনিটের আলাদা মেধা তালিকা হবে। মেধা তালিকার মোট নম্বরের ৮০ শতাংশ ভর্তি পরিক্ষা ও বাকি ২০ শতাংশ নম্বর প্রার্থীর এসএসসি/এইচএসসি বা সমমানের পরিক্ষার ফল থেকে ধরা হবে।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নিয়মিতদের এসএসসি/এইচএসসিতে প্রাপ্ত গ্রেডের যোগফলকে ২ দিয়ে এবং অনিয়মিতদের ক্ষেত্রে ১ দশমিক ৮ গুণ করা হবে।
 
শাবির ভর্তি পরীক্ষা কমিটি সূত্র আরো জানায়, ‘এ’ ইউনিটে ৬০০টি ও ‘বি’ ইউনিটে ৮০০টি আসন রয়েছে। যদি শিক্ষার্থীরা ‘এ’ ও ‘বি’ ইউনিটে পরীক্ষা দিতে চান তাহলে উভয় ইউনিটের জন্য পৃথক আবেদন করতে হবে।

আবেদন করার জন্য শিক্ষার্থীদেরকে একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে SUST বোর্ডের প্রথম তিন অক্ষর, এইচএসসি/সমমানের রোল নম্বর, পাশের সন এবং ইউনিটের কি-ওয়ার্ড (এ/১,এ/২,বি/১,বি/২,বি/৩,বি/৪) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

ইউনিট ও সাব-ইউনিট ভেদে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এ/১ ইউনিট ও বি/১ এর জন্য-৭০০, বি/২-৭৫০, বি/৩-৮০০ এবং বি/৪ ইউনিটের জন্য আবেদন ফি ৮৫০ টাকা চাওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার সময় প্রার্থীদের সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজের  সত্যায়িত রঙ্গিন ছবি আনতে হবে। ছবির পিছনে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও নাম লিখে আনতে হবে।

এদিকে ৬৩টি সংরক্ষিত আসনে ভর্তিচ্ছুদের সংশ্লিষ্ট সনদপত্রের কপি আগামী ১০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে আপলোড করতে হবে।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যের জন্য যেকোন মোবাইল থেকে SUST লিখে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড (date, fees, seat, exam sub, reqd gpa, total seat, forgot roll/centre, help) ব্যবহার করে ১৬২৪২ নম্বরে মেসেজ করতে হবে।

এ সংক্রান্ত কোনো বিষয়ে ০১৫৫৫৫৫৫০০১-৬ হটলাইন থেকে জানা যাবে অথবা ভর্তি পরীক্ষার ফলাফলসহ অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়গুলোর নোটিশবোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ