ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কম খরচে মানসম্মত শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
কম খরচে মানসম্মত শিক্ষা

ঢাকা: স্বল্প খরচে গুণগত ও মানসম্পন্ন শিক্ষা দিচ্ছে বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ)। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সাদিক ইকবাল এসব তথ্য তুলে ধরেন।



সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০১ সালে রাজধানীর মোহাম্মদপুরে ১২ জন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী নিয়ে বিইউ’র প্রতিষ্ঠাতা মরহুম কাজী আজহার আলীর হাত ধরে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক মানের পেশাগত দক্ষতা উন্নয়ন, সৃজনশীল উৎপাদন ক্ষমতা ও আধুনিক কারিগরি এবং বিজ্ঞান শিক্ষা নির্ভর মানবসম্পদ গড়ে তোলাই এ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।

সম্মেলনে জানানো হয়, বর্তমানে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর জন্য তিনটি অনুষদের ১০টি বিভাগে ১৬টি প্রোগ্রাম চালু রয়েছে। ভবিষ্যতে আরো ১০টি বিভাগ চালু করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে সংশ্লিষ্টরা জানান, রাজধানীর আদাবরে ১ দশমিক ৭০২৬ একর জায়গার ওপর ৩টি ১১ তলা ভবন তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের জন্য একটি হোস্টেলও করা হয়েছে।

এছাড়া  প্রায় ২০ হাজার বইয়ের একটি পাঠাগার, নিজস্ব রিসার্চ সেন্টার রয়েছে এ প্রতিষ্ঠানের।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিইউ-এর বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ওয়াহিদ উদ্দিন, স্থপতি ইকবাল হাবিব ও লে. কর্নেল (অব.) মনির আহমেদ (পরিচালক প্রশাসন ও নিরাপত্তা) প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ