ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭৪ শিক্ষার্থীকে শাস্তি, পবিপ্রবিতে বিক্ষোভ

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
৭৪ শিক্ষার্থীকে শাস্তি, পবিপ্রবিতে বিক্ষোভ

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশৃঙ্খলার দায়ে ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও ৬৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার সকাল ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।



পরে জয় বাংলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজিব মোল্লা, প্রচার সম্পাদক রায়হান আহমেদ রিমন, কেরামত আলী হল সভাপতি বেল্লাল হোসেন রাজীব, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মাহমুদুল হাসান সুমেল, কিরন আহমেদ প্রমুখ।

এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক নোটিশে ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও ৬৭ জনকে হল থেকে বহিষ্কার, জরিমানা ও উভয় দণ্ডের ঘোষণা দেয়।

চলতি বছরের ৬ এপ্রিল ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছুসংখ্যক শিক্ষার্থী বরিশাল ও পটুয়াখালী গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ৭৪ শিক্ষার্থীকে এ শাস্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ