ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির গ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
ঢাবির গ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বানিজ্য অনুষদের অধীন গ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ভর্তি অফিসে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফল প্রকাশের ঘোষণা দেন।



শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) এ এসএসসি ও এইচএসসি’র রোল বোর্ডের নাম এবং এইচএসসি পাশের সন দিয়ে লগইন করে ফল জানতে পারবেন।

এছাড়া মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DU>GA>ROLL লিখে পাঠিয়ে দিতে হবে ১৬৩২১ নম্বরে। ফিরতি এসএমএস এ ফল পাওয়া যাবে।

উপাচার্য . আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, গ ইউনিটের মোট ১ হাজার ১৭০ আসনের বিপরীতে উত্তির্ণ হয়েছেন ৯ হাজার ৯০৬ জন পরীক্ষার্থী। পরীক্ষায়  অংশ নেয় মোট ৪৮ হাজার ৫৭জন। উত্তির্ণের হার ২০ দশমিক ৬১শতাংশ।

তিনি জানান, এ বছর গ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন মোট ৪৮হাজার ৭৪২জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪৮ হাজার ৫৭জন।

ভর্তি কমিটি জানায়, ফলাফল ম‍ূল্যায়ন করা হয়েছে ৪৮ হাজার ৫১ জনের। জালিয়াতির দায়ে ৯ জনের ফলাফল মুল্যায়ন করা হয়নি। এছাড়া উত্তরপত্রে বিভিন্ন ত্রুটি থাকায় ৬জনের ফল বাতিল করা হয়েছে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৬২টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ৭ জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাদের বিরুদ্ধে মামালাও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বানিজ্য অনুষদের ডিন ও ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম, অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ