ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, ডিসেম্বর ১২, ২০১৫
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু

ঢাকা: ইস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারে ভর্তি উপলক্ষে শুরু হয়েছে তিনদিনব্যাপী অ্যাডমিশন ওপেন হাউজ ফেয়ার।

শনিবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।

এতে বলা হয়, শনিবার থকে শুরু হওয়া এ মেলা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। সকাল ৯টায় শুরু হয়ে চলবে প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেলায় আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র শিক্ষকদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে উচ্চ শিক্ষার বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য, ক্রেডিট ট্রান্সফার ও অন্য তথ্য সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও অ্যাডমিশন ওপেন হাউজে ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফি’র ওপর ৩০ শতাংশ এবং তাৎক্ষণিক ভর্তিতে রয়েছে আকর্ষণীয় উপহার।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।