ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিসিএস প্রিলিতে শ্রুতিলেখকের জন্য আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বিসিএস প্রিলিতে শ্রুতিলেখকের জন্য আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে

ঢাকা: ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখকের জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
আগামী ৮ জানুয়ারি সকাল সড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


 
বিশ্ব ইজতেমার কারণে প্রিলিমিনারি পরীক্ষা সঠিক সময়ে হওয়া-না হওয়া নিয়ে গুঞ্জন থাকলেও পিএসসি চেয়ারম্যান ইকরাম আহমেদ বাংলানিউজকে জানান, ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
 
টঙ্গীতে তুরাগ নদীর তীরে তিনদিনের প্রথম দফা ইজতেমা আগামী ৮ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ১৫ জানুয়ারি শুরু হবে।  
 
সোমবার (২১ ডিসেম্বর) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রুতিলেখক হিসেবে যিনি প্রতিবন্ধী পরীক্ষার্থীকে সহায়তা করবেন তার শিক্ষাগত যোগ্যতার সনদ, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখক বর্তমানে অধ্যায়নে থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি এবং শ্রুতি লেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে ডাক্তারি প্রত্যয়নপত্রসহ আবেদন করতে হবে।
 
পরীক্ষার্থীকে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা বরাবর আবেদন করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
 
আবেদনের পরিপেক্ষিতে পিএসসি থেকে অনুমোদিত শ্রুতিলেখকের নামে ইস্যু করা ছবিযুক্ত অনুমতিপত্রসহ পরীক্ষা হলে উপস্থিত হতে হবে, অনুমোদিত শ্রুতিলেখক ছাড়া গ্রহণযোগ্য হবে না।
 
বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে চলতি বছরের ৩১ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
 
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।