ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অষ্টম পে-স্কেলে বেতন পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরাও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
অষ্টম পে-স্কেলে বেতন পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরাও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ / ফাইল ফটো

ঢাকা: নতুন বেতন কাঠামোতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরাও বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
গত ১ জুলাই থেকে শিক্ষকরা এ সুবিধা প্রাপ্য হবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


 
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানান।

গত ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর (পে-স্কেল) গেজেট প্রকাশ করে সরকার। তবে শিক্ষকদের বিষয়ে অস্পষ্টতা থাকায় শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের সব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা।
 
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি চাকরিজীবীদের মতো সুবিধা প্রাপ্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন। এর বাইরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও এমপিওভুক্তির দাবি জানিয়ে আসছেন।
 
পরে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে, এতে ১ জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনুদান-সহায়তা নতুন বেতন স্কেলে কার্যকর হবে।
 
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না হলেও পদোন্নতি বা অন্য কোনভাবে সুবিধা দেওয়া যায় কি-না, সে বিষয়ে বেতন বৈষম্য সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিবেচনা করবে বলে জানান মন্ত্রী।

 প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫/আপডেট: ১৫৫২ ঘণ্টা
এমআইএইচ/এইচএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।