ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নোবিপ্রবি ছাত্র বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নোবিপ্রবি ছাত্র বহিষ্কার

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এক ছাত্রীকে শ্লীলতাহানি করার দায়ে সামছুদোহা মিরাজ (২১) নামে এক ছাত্রকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে নোবিপ্রবির প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বাংলানিউজকে বিষয়টি জানান। বহিষ্কৃত মিরাজ নোবিপ্রবির ইংরেজী দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

 

প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি লঙ্ঘন করে এক ছাত্রীকে শ্লীলতাহানি করায় অভিযুক্ত ওই ছাত্রকে আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।  

তিনি আরও জানান, এ বিষয়ে অভিযোগ দায়েরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই ছাত্রকে বহিষ্কারের নোটিশ দেয়। এর আগে, গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিন্ধান্ত নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।