ঢাকা বিশ্ববিদ্যালয়: ৪২ ও ৪৩তম বিসিএস এর নতুন সার্কুলারসহ সব চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি এবং চার দফা দাবি মেনে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন থেকে চারটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো— চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করা, অমানবিক আবেদন ফি কমিয়ে ৫০-১০০ টাকার মধ্যে নির্ধারণ করা, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া এবং ৩ থেকে ৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এসকেবি/এফএম