ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ঢাবি ছাত্র হিমেল নিখোঁজ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, নভেম্বর ২১, ২০২১
ঢাবি ছাত্র হিমেল নিখোঁজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ছাত্র হিমেল হামিদ দুই দিন ধরে নিখোঁজ।

গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে যাওয়ার কথা বলে শহীদুল্লাহ্‌ হল থেকে বের হয়েছিলেন তিনি।

এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হিমেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

রোববার (২১ নভেম্বর) রাতে হিমেলের বাবা বিল্লাল শিকদার বাংলানিউজকে বলেন, ছেলে শুক্রবার (১৯ নভেম্বর) বাড়ি আসার কথা বলেছিল। কিন্তু সে বাড়ি ফিরেনি। তার মোবাইলও বন্ধ। পুলিশের পক্ষ থেকে টাঙ্গাইলে সর্বশেষ অবস্থানের কথা জানিয়েছে। কিন্তু এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি। আমি আমার ছেলের সন্ধান চাই।

ঢাবির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র হিমেল। নিখোঁজ হওয়ার পর তার চাচাতো ভাই মাহবুব শিকদার শনিবার (২০ নভেম্বর) রাতে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০২১
এসকেবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।