ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা ৩০ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা ৩০ ডিসেম্বর ...

গাজীপুর: ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা এবং ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস (বিশেষ) পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে।

সাপ্তাহিক ও সরকারি ছুটি দিন ছাড়া প্রতিদিন দুপুর ১টা থেকে এ পরীক্ষা শুরু হবে।

২০২০ সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা ২৯ জানুয়ারি (২০২২) এবং ২০১৮ সালের ডিগ্রি পাসের বিশেষ পরীক্ষা ৭ ফেব্রুয়ারি শেষ হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nu.ac.bd/degree এ পাওয়া যাবে।  

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।