ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনী ইউনিভার্সিটিতে নবীনবরণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
ফেনী ইউনিভার্সিটিতে নবীনবরণ

ফেনী: ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২৭তম ব্যাচের নবীনবরণ সোমবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন শাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। এতে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান শারমিন রহমান বিপাশা।

ইংরেজি বিভাগের প্রভাষক ঋতু ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও নবাগত শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন শাহ নবীনদের স্বাগত জানিয়ে বলেন, আশা করি তোমাদের জীবন এ ইউনিভার্সিটিতে সুন্দর হবে, সুখময় হবে।

ট্রেজারার অধ্যাপক তায়বুল হক নবীনদের উদ্দেশে বলেন, তোমরা এখন থেকে এ ইউনিভার্সিটির অংশ। ইউনিভার্সিটির সুনাম বা দুর্নাম কিন্তু তোমাদের ওপরই নির্ভর করবে, এ কথাটা মনে রাখবে।

অনুষ্ঠানে সব শিক্ষার্থীদের খাতা, কলম ও চকলেট উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।