ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে গুলি, মডেলের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ২, ২০২৪
প্রকাশ্যে গুলি, মডেলের মৃত্যু

ইকুয়েডরের মডেল ল্যান্ডি পারাগা গোবুরোকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। গেল রোববার ২৩ বছর বয়সী ‘মিস ইকুয়েডর’–এর প্রতিযোগীকে হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানায় নিউইয়র্ক পোস্ট।

মনে করা হচ্ছে, কুখ্যাত এক গ্যাংস্টার দলের সঙ্গে গোপন যোগাযোগের কারণেই খুন হয়েছেন ল্যান্ডি।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁয় বসে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন ল্যান্ডি। এমন সময় মাস্ক পরা দুই অস্ত্রধারী ভেতরে ঢুকে গুলি চালায়। রেস্তোরাঁর মেঝে রক্তে ভেসে যায়। নিরাপত্তারক্ষীরা আসার আগেই অস্ত্রধারীরা পালিয়ে যায়।

ইকুয়েডরের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর, এই ঘটনার কারণ ও হত্যাকারীদের খুঁজতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

২০২২ সালে ল্যান্ডি সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইকুয়েডর’-এ অংশ নেন। সামাজিকমাধ্যমে ১০ লাখের বেশি অনুসারী ছিলেন তার। মডেলিং ছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গেও যুক্তি ছিলেন ল্যান্ডি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ০২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।