ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

নওকর শয়তান মালিক হয়রান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, সেপ্টেম্বর ১৬, ২০১৫
নওকর শয়তান মালিক হয়রান

চট্টগ্রামের সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগের প্রযোজনা ‘নওকর শয়তান মালিক হয়রান’ আবার মঞ্চে আসছে। আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর রাইফেল ক্লাব সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এর প্রদর্শনী হবে।



এটি ফেইম নাট্যকলা বিভাগের ২১তম প্রযোজনা। কার্লো গোলদোনির বিখ্যাত কমেডি ‘দ্য সারভেন্ট অব টু মার্স্টাস’ অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ।

হাসির নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যীশু দাশ, মুবিদুর সুজাত, পলি চৌধুরী ববি, বাপ্পী সিকদার, রুমেল বড়ুয়া, কমল বড়ুয়া, শহীদুল সাবিত, প্রেম পাঠক, সরোয়ার সুমন, নিশিগন্ধা দাশগুপ্তা, খাদিজাতুল রিশিকা ও সাজ্জাদ হোসেন তুষার।

বাংলাদেশ সময় : ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।