ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমের রাজ্যে ‘ইত্যাদি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
আমের রাজ্যে ‘ইত্যাদি’ ‘ইত্যাদি’র একটি দৃশ্য

বৈচিত্র্যপূর্ণ টিভি ম্যাগাজিন ‘ইত্যাদি’। প্রতি পর্বে চমক নিয়ে দর্শকের সামনে আসে অনুষ্ঠানটি।

স্টুডিওর বাইরে এসে দেশের ঐতিহ্যমণ্ডিত স্থানে ‘ইত্যাদি’র উপস্থাপনা প্রশংসা পাচ্ছে। এরই ধারাবাহিকতায় অাগামী ২৯ এপ্রিল প্রচারিতব্য পর্বটি ধারণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আম্রকাননে।    

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরের আম্রকাননে। এখানে ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। অনেক আন্দোলন, সংগ্রামের সিদ্ধান্তও হয়েছে আমতলাতে।

এসব কারণেই বাংলা বছরের প্রথম মাস বৈশাখে ইত্যাদির ধারণ স্থান হিসেবে বেছে নেয়া হয় এই চাঁপাইনবাবগঞ্জকে।

এ উপলক্ষে আম বাগানকে সাজানো হয় বর্ণিল সাজে। শেকড় সন্ধানী ‘ইত্যাদি’তে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়। এবারের পর্বেও রয়েছে তেমনি কয়েকটি প্রতিবেদন। থাকছে চাঁপাইনবাবগঞ্জ ও আম নিয়ে দুটি প্রতিবেদন। রয়েছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি প্রতিবেদন। খুলনার ফুলতলা উপজেলার প্রচার বিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিত প্রাণ, শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের ওপর শিক্ষামূলক প্রতিবেদন। এবারের বিদেশী প্রতিবেদন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের পাশে অবস্থিত অষ্টাদশ শতাব্দীতে বাংলার নবাবদের আবাসস্থল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে। এই প্রতিবেদনে জানা যাবে নবাবদের নানান বিচিত্র ঘটনা।

চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে নৃত্য। থাকছে বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। অভিনয় করেছেন অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও এই অঞ্চলের প্রধান ফসল আমকে ঘিরে করা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন হাজারও দর্শক। ২য় পর্বের জন্য চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি চাঁপাইনবাবগঞ্জ ও লোকসঙ্গীত নিয়ে গম্ভীরা পরিবেশন করেছেন। তাদের পরিবেশিত গান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস নাট্যাংশ। শহুরে বাঙালি বনাম গ্রাম্য বাঙালী, হাতের রেখা ও নেতার মর্জি, আইন ও আইনের প্রয়োগ, রোগীর কথায় অবাক ডাক্তার, উভয় সংকট, অন্তর্গত বনাম বাহ্যিক সৌন্দর্য, ফেসবুকের ভালো-খারাপসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে কয়েকটি নাট্যাংশ।

‘ইত্যাদি’তে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- নাজমুল হুদা বাচ্চু, এসএম মহসীন, সোলায়মান খোকা, মাসুম আজিজ, মহিউদ্দিন বাহার, জিয়াউল হাসান কিসলু, আব্দুল আজিজ, শবনম পারবীন, আব্দুল কাদের, আফজাল শরীফ প্রমুখ।

‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ এপ্রিল রাত ৮ টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।