ঢালিউডে প্রেম ও অ্যাকশন ধাঁচের ছবিই হয় বেশি, সেখানে তরুণ নির্মাতা আহসান সারোয়ার ভিন্নধর্মী গল্প নিয়ে শুরু করেছেন তার দ্বিতীয় ছবি ‘রং ঢং’। তিনি এর আগে শিশুতোষ চলচ্চিত্র ‘আমরা করবো জয়’ পরিচালনা করেন।
পানামা সিটিতে মফস্বল এলাকার সেট বানিয়ে গত ২০ এপ্রিল থেকে নতুন ছবিটির প্রথম ধাপের কাজ হয়েছে। ব্ল্যাকশাইন প্রোডাকশন প্রযোজিত ছবিটির বিষয়বস্তু সমাজের ভালো-মন্দ দুই ধরনের মানুষদের জীবন নিয়ে। দেশপ্রেম, সংস্কৃতি আর স্বপ্ন নিয়ে চলতে থাকে তাদের জীবনের গল্প। কোনো এক ঝড় এসে ওলোট-পালোট করে দিয়ে যায় তাদের সবকিছু। বদলে যায় তাদের পথচলা। এ বক্তব্যই থাকবে ছবিটিতে।
ছবিটিতে লুৎফর রহমান জর্জকে একটি স্কুলের সংগীত শিক্ষক, স্কুলটির চাকরিজীবির ভূমিকায় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’খ্যাত জামিল হোসেনকে, একজন আদর্শ বাবার চরিত্রে স্বাধীন খসরু আর দালালের ভূমিকায় অভিনয় করছেন শামীম হোসেন।
এ ছাড়াও আছেন আমিন আজাদ, মাখনুন, ইয়াসিন, আকিব, সাদাফ প্রমুখ। শিগগিরই আরও কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হবেন। এরই মধ্যে এর দুটি গানের কাজ সম্পন্ন হয়েছে। এগুলোর সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও রোমান্স।
বাংলাদেশ সময় : ০০২৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
জেএইচ