ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মে দিবসে আরণ্যক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
মে দিবসে আরণ্যক

স্বাধীনতা পরবর্তী সময় থেকে নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা রাখছে আরণ্যক নাট্যদল। ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার’- এ প্রতিপাদ্য নিয়ে ৩৫ বছর ধরে দলটি পালন করছে মহান মে দিবস।

এবারও এর ব্যতিক্রম হবে না।  

মে দিবসের আয়োজন উপলক্ষে প্রতি বছরের মতো ‘মে দিবসের কাগজ’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ হবে।  ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী ১ মে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত হবে মে দিবসের আলোচনা, সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি ও পথনাটক।

দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে আরণ্যকের ‘রাঢ়াঙ’ নাটকের মঞ্চায়ন। এটি উপভোগ করা যাবে দর্শনীর বিনিময়ে। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।