ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিনোদন দেবে ও শেখাবে ‘গল্প নয় সত্যি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ৩, ২০১৬
বিনোদন দেবে ও শেখাবে ‘গল্প নয় সত্যি’ ছবি : বিনোদ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানব উন্নয়নে ভূমিকা রাখার জন্য মানুষকে শেখানো ও সচেতন করার লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির সহযোগিতায় (জাইকা) টিভি অনুষ্ঠান নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। মঙ্গলবার (৩ মে) সকাল ১০টায় প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ‘গল্প নয় সত্যি’ নামের অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত জানানো হয়।

 

প্রচারণামূলক এ আয়োজনে ছিলেন জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনওয়ার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, এটুআই-এর পিপলস পারস্পেক্টিভ বিশেষজ্ঞ নাইমুজ্জামান ভূঁইয়া, জাইকা বিশেষজ্ঞ দলের প্রধান তায়েকি তাকাহাশি, প্রকল্প পরিচালক মাহফুজা আক্তার, প্রকল্প সমন্বয়ক এরি হাসেগাওয়া। আয়োজকদের প্রত্যাশা- সুস্থ, কর্মক্ষম ও সৃষ্টিশীল জীবনযাপনের প্রেরণা জোগাবে এ অনুষ্ঠান।  

আলোচনার পর গান গেয়ে শোনান সংগীতশিল্পী পান্থ কানাই। এরপর ‘মানুষ মানুষের জন্যে’ ও ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’ গান দুটির সঙ্গে নারী নির্যাতন, যৌন হয়রানি ও শিশুদের অবহেলা করার বক্তব্যধর্মী নৃত্য পরিবেশন করেন মডেল মেহজাবিন এবং নৃত্যশিল্পী সোহাগ ও তার দল।
 
ছিলো নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে মূকাভিনয়। তারপর ফাহমিদা নবী মঞ্চে এসে পরিবেশন করেন ‘ও আমার দেশের মাটি’। এরপর গেয়ে শোনান ‘লুকোচুরি লুকোচুরি গল্প’। সবশেষে অতিথিদের নিয়ে তিনি শুনিয়েছেন ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটি।  

‘এডুটেইনমেন্ট’ভিত্তিক টিভি অনুষ্ঠান ‘গল্প নয় সত্যি’র দুটি পর্ব প্রচারিত হয়েছে বিটিভিতে। এরই মধ্যে শুরু হয়েছে তৃতীয় পর্বের কাজ। এই প্রকল্পের অংশীদাররা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন ও জাপানি প্রতিষ্ঠান জাইকা। এ প্রকল্পের আওতায় জাইকা বিটিভির কর্মীদের দেশে ও জাপানে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ০৩, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।