ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্বের ১০ লাখ নেতার তালিকায় প্রিয়াঙ্কার নাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ১১, ২০১৬
বিশ্বের ১০ লাখ নেতার তালিকায় প্রিয়াঙ্কার নাম প্রিয়াঙ্কা চোপড়া

একের পর এক সাফল্য ধরা দিয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। সম্প্রতি ২১ দশমিক ৩৫ লাখ ভোট পেয়ে দীপিকা পাড়ুকোন, সানি লিওন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ভার্তিকা সিংকে পেছনে ফেলে কাঙ্খিত নারী হয়েছেন প্রিয়াঙ্কা।

এবার বিশ্বের ১০ লাখ নেতার তালিকায় চলে এলো বলিউডের এই অভিনেত্রীর নাম।

এ সাফল্যের পর ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী তার টুইটারে লিখেছেন, ‘আগস্ট কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ধন্যবাদ ইউএস নিউজ। ’  

বিশ্বের ১০ লাখ নেতার তালিকায় আরও রয়েছেন মাললা ইউসুফজাই, কিম জং উন, মার্ক জুকারবার্গ, প্রিন্স উইলিয়াম, মেরি-ক্যাট, অ্যাশলি ওলসেন, রাফেল নাদাল, সোনিতা অ্যালিজাদেহ এবং মাইরি ব্ল্যাক।  

প্রিয়াঙ্কা এখন ব্যস্ত তার হলিউড ছবি ‘বেওয়াচ’-এর দৃশ্যধারণ নিয়ে। এতে ত‍ার সহশিল্পী ‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসন, পামেলা অ্যান্ডারসনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।