ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জেমসের জন্য একটু বেশিই করতালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ১১, ২০১৬
জেমসের জন্য একটু বেশিই করতালি ছবি:সংগৃহীত

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। আলোচিত এই ব্যান্ড তারকার জাতীয় স্বীকৃতিতে ভক্তদের মধ্যে উন্মাদনাও একটু বেশিই।

তারই প্রমাণ পাওয়া গেলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (১১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রে পুরস্কারজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা ‍তুলে দেন। জেমসের নাম ঘোষণার সময় হলভর্তি মানুষ যেন করতালিতে মুখর হয়ে উঠলেন। এ নিয়ে অনুষ্ঠান শেষে আলোচনায়ও উঠে আসে জেমসের নাম। কেউ কেউ রসিকতা করে বলেছেন, ‘জেমসের জন্য একটু বেশিই করতালি দিলাম। এই পুরস্কারটা তার প্রাপ্য। ’

সৈকত নাসির পরিচালিত ‘দেশা-দ্য লিডার’ ছবিতে প্লেব্যাকের কারণে এই পুরস্কার পেয়েছেন জেমস। ‘আসছে দেশা আসছে’ শীর্ষক এই গানটির সুরকার ও সংগীত পরিচালক শফিক তুহিন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।