ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আতাহার টিটো, ফিরে আসুন… 

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ১২, ২০১৬
আতাহার টিটো, ফিরে আসুন…  আতাহার টিটো

এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী আতাহার টিটো অসুস্থ। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে তার শরীরে অস্ত্রোপচার শুরু হয়েছে।

অপারেশন থিয়েটারে যাওয়ার আগে সবার দোয়া চেয়েছেন ‘অভিমানী’ এই শিল্পী। এ নিয়ে ফেসবুকে লিখেছেন আবেগঘন স্ট্যাটাস।  

টিটোর অসুস্থতার ব্যাপারে তথ্য দিয়েছেন সংগীতশিল্পী কফিল আহমেদ। তিনি জানান, খুলনার সামেলা ক্লিনিকে অস্ত্রোপচার চলছে আতাহার টিটোর। বড় ধরনের গল ব্লাডার সমস্যায় ভুগছিলেন তিনি। টিটোর অস্ত্রোপচার সফল হবে এবং অাবার গানের জগতে ফিরবেন এমন প্রত্যাশা করছেন কফিল।

২০০০ সালে ‘স্টার সার্চ বেনসন অ্যান্ড হেজেস’ প্রতিযোগিতায় সেরা কণ্ঠশিল্পী ও সেরা সলো আর্টিস্ট অ্যাওয়ার্ড পান আতাহার টিটো। ‘শুভ্র সুনীল’ গানটি দিয়ে জয় করেন শ্রোতাদের মন। এ তালিকায় আরও আছে ‘অভিমানী’, ‘আলী আলী’, ‘উপমা’, ‘নিশ্চুপ রাত’ প্রভৃতি।  ‘নীরবতা’, ‘সুখ নাই’ ও ‘পথে নামলে বন্ধু’ নামে তিনটি শ্রোতাপ্রিয় একক উপহার দেন তিনি। গেয়েছেন বেশ কিছু মিশ্র ও ডুয়েট অ্যালবামে। সংগীতশিল্পী টিটো দীর্ঘদিন ধরে গানের জগত থেকে নিজেকে অাঁড়াল করে রেখেছিলেন। নিজেকে যুক্ত করেছেন সামাজিক বিভিন্ন আন্দোলনে। সবশেষ সুন্দরবন রক্ষার আন্দোলনেও সক্রিয় ভূমিকা রয়েছে তার।  

‘বেঁচে থাকলে সুন্দরবন বাঁচাবোই। সুন্দরবনের জন্যই গান গাবো’- এই কথাগুলো কফিল আহমেদকে বলেছেন আতাহার টিটো। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ১২ মে সকালে দেওয়া টিটোর আবেগঘন স্ট্যাটাসে মন্তব্য করছেন শুভাকাঙ্খীরা। সুস্থতা কামনা করে টিটো গান ও অধিকার আদায়ের মাঠে ফিরে আসবেন এমন আহবান জানাচ্ছেন তারা।  
 

স্ট্যাটাসে আতাহার টিটো লিখেছেন, ‘পৃথিবীতে মৃত্যুটাই একমাত্র চরম সত্য। কেন জানি, কোন মা-ই তার সন্তানের ব্যাপারে অন্তত এই চরম সত্যটা মানতে নারাজ। সারাক্ষণ বাচ্চাদের মতো করে ফুঁপিয়ে ফুঁপিয়ে অঝোরে কেঁদে চলেছে ছোট্ট বাবুসোনা মা আমার। এতো বোঝাই, কে শোনে কার কথা! একটু পরেই আমার দু’চোখ অন্ধকার হবে। শরীরটাও কাটাছেঁড়া হবে। আফসোস একটাই, নিঃশ্বাস নিয়ে সর্বপ্রাণ বাঁচবার একমাত্র উৎস, নিরাপদ সুন্দরবন হয়তো দেখে যেতে পারলাম না! হয়তো দেখে যেতে পারলাম না, বৈষম্যহীন-মানবতাসম্পন্ন একটি রাষ্ট্র। জন্মমাত্রই সর্বপ্রাণের কাছে আমার চিরঋণ, প্রয়োজনে শুধুই নিয়েছি, বিনিময়ে করেছি ধ্বংস্ব। ক্ষমা করো প্রকৃতি, ক্ষমা করো সর্বপ্রাণ.... ক্ষমো ক্ষমো অপরাধ...।

তিনি আরও লিখেছেন, ‘বলে রাখি, পৃথিবীর আলো ফের যদি দেখতে পাই, সর্বাত্বক আছি ওই শান্তির মিছিলে। এতো সুন্দর পৃথিবী! আবার জাগাবো, জাগাবোই... যতোক্ষন আছে দম সর্বদা কামনা, প্রাণে প্রাণ মিলিয়ে সর্বপ্রাণ বাঁচুক এক আকাশের নিচে, মানবতায়-সত্য ও সুন্দরে...মানবতার আলোয় আলোকিত হোক সমগ্র বিশ্ব, রুপান্তরিত হোক একটি প্রেমময় পরিবারে....বেঁচে থাক কাব্য-সাহিত্য-শিল্প-সংগীত, অবশ্যই তা যেন হয় সামাজিক দায়বদ্ধতার... মঙ্গল হোক সর্বপ্রাণের... ক্ষমো ক্ষমো অপরাধ...প্রিয় কফিল ভাই ও বন্ধু সাবা, শরীরটা কাটা-ছেঁড়ার আগে, আপনাদের কাছে রেখে গেলাম সামাজের সকল দায়বদ্ধতা...। ’

* আতাহার টিটোর ‘নিশ্চুপ রাত’ গানের ভিডিও:

* ‘শুভ্র সুনীল’ গানের অডিও: 

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসও  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।