কান (ফ্রান্স) থেকে : একদিকে অ। অন্যদিকে আ।
মঙ্গলবার (১৭ মে) কান চলচ্চিত্র উৎসবের মূলকেন্দ্র প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের চতুর্থ তলায় প্যালে আই প্রেক্ষাগৃহে সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দশটা) দেখানো হয় তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’। এখানে তার সহধর্মিণী বিপাশা হায়াতও ছিলেন।
এ প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশ থেকে এসেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের একদল প্রতিনিধি। তাদের মধ্যে ছিলেন প্রযোজক ফরিদুর রেজা সাগর ও তার সহধর্মিণী কনা রেজা, নির্বাহী প্রযোজক ইবনে হাসান খান, চ্যানেল আইয়ের কর্মী মৃত্তিকা গুণ। ছবিটি দেখেছেন বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান ও স্বপন আহমেদ। অস্ট্রেলিয়া থেকে সস্ত্রীক এসেছেন ফরিদুর রেজা সাগরের ছোট ভাই প্রবাল।
‘অজ্ঞাতনামা’র প্রদর্শনীতে বিদেশি বেশ কয়েকজন সাংবাদিককে দেখলাম। আরও ছিলেন প্যারিসের একজন চিত্রগ্রাহক। তারা ছবিটির ভূয়সী প্রশংসা করেন। হাস্যরসের মোড়কে বিদেশে জনশক্তি রপ্তানির অন্ধকার দিকটি দারুণভাবে তুলে ধরেছেন তৌকীর। তিনিও প্রশংসিত হয়েছেন।
ছবিটির টাইটেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রমিকদের বিদেশে যাওয়ার কিছু চিত্র দেখানো হয়েছে। এরপর ভেসে উঠেছে নাম- ‘অজ্ঞাতনামা’। এর ইংরেজি নাম ‘দ্য আননেমড’। গল্পে দেখা গেলো- গলাকাটা পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যে যাওয়া এক শ্রমিক মারা গেলে তার লাশ নিয়ে আসতে পুলিশের আদেশে ও গ্রামের মেম্বারের সিদ্ধান্তে ঢাকায় রওনা দেন নিহতের বাবা, গ্রামের তরুণ ও আদম ব্যবসায়ী রমজান। এদিকে বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে দিন কাটায় বিউটি। ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স পেতে রমজান ও এক পুলিশ কনস্টেবলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে চলেন তিনি। এভাবেই গল্প এগোয়।
পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও শতাব্দী ওয়াদুদ। আদম ব্যবসায়ী রমজানের ভূমিকায় আছেন শহীদুজ্জামান সেলিম। বিউটি চরিত্রে দেখা গেলো নিপুণকে। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, শাহেদ শরীফ খান, মোমেনা চৌধুরী, রোবেনা রেজা জুঁই, নাজমুল হুদা বাচ্চু, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।
‘অজ্ঞাতনামা’ আধেক দেখে ছুটলাম গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের উল্টো দিকে হোটেল গ্রে অ্যালবিয়নের দিকে। সেখানে গ্রে-থ্রি প্রেক্ষাগৃহে ততোক্ষণে শুরু হয়ে গেছে মার্শে দু ফিল্মে অংশ নেওয়া অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’। এখানে অংশ নিতে পরিচালক ছাড়াও এসেছেন দুই প্রযোজক গাউসুল আলম শাওন ও জিয়াউদ্দিন আদিল। এখানেও বিদেশি সাংবাদিকদের দেখা গেলো।
কনটেন্ট ম্যাটারস লিমিটেড প্রযোজিত ছবিটির গল্পে দেখা যায়- যাত্রার নায়িকার সন্তান আয়না মায়ের চিকিৎসার জন্য তিন মাস আরেকজনের বদলি জেল খাটতে রাজি হয়। কিন্তু তার বের হতে লেগে যায় তিন বছর। ততোদিনে তার মা আর নেই। এ ঘটনায় মুষড়ে পড়ে বেদনা ভুলতে অন্য মানুষ হয়ে থাকতে ভালো লাগে আয়নার। সে সবাইকে বলে বেড়ায় জাহাজ সফরে যাচ্ছে। আসলে সে অন্য অপরাধীর বদলি কয়েদি হয়ে জেল খাটে।
ছবিটিতে আয়না চরিত্রে দারুণ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। বিশেষ করে অবিকল নিজের মতো দেখতে বয়স্ক রাজনীতিবিদ নিজাম উদ্দিন চৌধুরীর ভূমিকায় তার মুন্সিয়ানা দেখার মতো। অন্যান্য চরিত্রে আছেন পার্থ বড়ুয়া, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ অনেকে। চলচ্চিত্রটির মুল ভাবনা গাওসুল আলম শাওনের, অনম বিশ্বাসের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও রচনা করেছেন তিনি। ‘আয়নাবাজি’র প্রদর্শনী শেষে বিদেশি সাংবাদিকরা অমিতাভ রেজার ভূয়সী প্রশংসা করলেন। তাদের সঙ্গে দুই প্রযোজক শাওন আর আদিল বেশ কিছুক্ষণ কথা বলেন। এই ইতিবাচক প্রতিক্রিয়ায় তারা অভিভূত। শাওন বাংলানিউজকে জানালেন, উৎসবের জন্য ছবিটির বিশেষ সংস্করণ তৈরি করেছেন তারা। বাংলাদেশে দর্শকরা পুরো ছবিই দেখতে পারবেন।
কান উৎসব উপলক্ষে বাণিজ্যিক শাখায় অংশ নিতে এসেছে এমন দুটি ছবির অদ্যাক্ষরই বাংলা স্বরবর্ণের প্রথম দুটি বর্ণ। কাকতালীয় হলেও এদিকটা গর্বের মনে হলো। কারণ ভাষার জন্যই তো বায়ান্নতে শহীদরা রক্ত দিয়েছিলো। বাংলাদেশের ছবির জয় হোক।
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জেএইচ
** মা-মেয়ে, বাবা ও আফগান যুদ্ধ
** এটা অনেকটা স্বপ্নের মতো: তৌকীর আহমেদ
***সোনালি-রূপালি ক্রিস্টেনকে দেখে...
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি
** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ
** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
** নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া
**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া
***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!
** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জেএইচ