ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হুমায়ূন আহমেদের দখিন হাওয়ায় মম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুন ৭, ২০১৬
হুমায়ূন আহমেদের দখিন হাওয়ায় মম দখিন হাওয়ায় মম

হুমায়ূন আহমেদের গল্পের নায়িকা হয়েছিলেন জাকিয়া বারী মম। ‘দারুচিনি দ্বীপ’ উপন্যাসের সেই জরীর চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন তিনি।

বইয়ের পাতা থেকে জরী হাজির হয়েছিলো রূপালি পর্দায়। জরীর স্রষ্টা নেই। মম নতুন কাজে হাজির হয়েছেন সেই লেখকের বাড়িতে, ‘দখিন হাওয়া’য়। তার অনুভূতি একটু অন্যরকমই।

‘আমার এই মুহূর্তের অনুভূতিটা ঠিক কথায় প্রকাশ করতে পারবো না। কারন আমি শুটিং করছি হুমায়ুন আহমেদ স্যারের নিজ বাসায়, যেখানে তিনি থাকতেন, যেখানে এখনো আছে তার সবকিছু। অনুভূতিটা কেবল অনুভব করতে পারছি। ভালোলাগা আর খারাপ লাগার এক মধ্যবর্তী অবস্থান হতে পারে বা হতে পারে অন্যকিছু বা এক ধরনের শূন্যতা’- এই হলো মমর অনুভূতি। শুটিংয়ের আগে ফেসবুকে এসব কথা লিখেছেন এই লাক্স তারকা।  

এবার ঈদে নাটক তৈরি করছেন মেহের আফরোজ শাওন। যথারীতি তিনি বেছে নিয়েছেন স্বামী প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প। মঙ্গলবার (৭ জুন) ‘এসো’ নামের নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে ধানমন্ডিতে লেখকের বাড়ি দখিন হাওয়ায়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া যাবে মমকে।  

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুন ৭, ২০১৬
টিএস/ এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।