ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এ সময়ের চারুলতা নওশীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এ সময়ের চারুলতা নওশীন নওশীন-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’-এর কেন্দ্রীয় চরিত্র চারুলতা। এই চরিত্রটি সম্পর্কে কমবেশি ধারনা আছে সবার।

কিন্তু ২০১৬ সালের চারুলতা কেমন হবে? এটাই দেখা যাবে ঈদের এক টেলিছবিতে। এ সময়ের এক শিক্ষিতা, স্বাধীনচেতা গৃহবধূর একাকীত্বকে উপজীব্য করে নির্মিত হয়েছে ঈদের টেলিছবি ‘চারুলতা ২০১৬’। নাম ভূমিকায় থাকছেন নওশীন।  

নির্মাতা আলভী আহমেদ বাংলানিউজকে বলেন, ‘এ সময়ের চারুলতা এমন একজন নারী যার স্বামী তাকে সময় দিতে পারে না। এ কারনেই চারু অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আর তখন থেকেই চারুর জীবনে ঘটতে থাকে দুর্ঘটনা। এভাবেই মূলত এগিয়ে যাবে এই গল্পটি। ’

সম্প্রতি উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। টেলিছবিটিতে কেন্দ্রীয় নওশীনের বিপরীতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। আরও আছেন কল্যান কোরাইয়া।  এবারের ঈদে ‘চারুলতা ২০১৬’ দীপ্ত টিভিতে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ১১, ২০১৬
জেএম/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।