বাংলাদেশে পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম ‘কিয়ান্ট’। এ খবর জানাজানির পর সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
এরপর ঘূর্ণিঝড় ‘কিয়ান্ট’ আঘাত হানলো কি-না তা জানা যাবে ‘সাবধান’ নাটকে। এটি ছয় পর্বের ধারাবাহিক। লিখেছেন ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। তিনি বাংলানিউজকে বললেন, "বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী পরশুরামের ‘গগনচটি’ গল্পে অনুপ্রাণিত হয়ে এই গল্পটি লিখেছি। "
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, মীর সাব্বির, তানজিকা, নোভা, তাসনুভা তিশা, নাফিসা কামাল ঝুমুর, স্বাধীন খসরু, কর্ণসহ অনেকে।
গত ৮ জুন শুরু হয়েছে নাটকটির দৃশ্যধারণ হয়েছে চারদিন। ঢাকার নিকেতন, শাহবাগ, হাতিরঝিল, রামপুরাসহ বিভিন্ন স্থানে কাজ হয়েছে। রোজার ঈদে একুশে টিভিতে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
জেএম/জেএইচ