ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরশুরামের ‘গগনচটি’ গল্পে অনুপ্রাণিত ‘সাবধান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
পরশুরামের ‘গগনচটি’ গল্পে অনুপ্রাণিত ‘সাবধান’ 'সাবধান' নাটকের অভিনয়শিল্পীরা

বাংলাদেশে পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম ‘কিয়ান্ট’। এ খবর জানাজানির পর সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

টিভি ও রেডিওতে দেওয়া হচ্ছে সতর্কবার্তা। কয়েকদিন পর সরকারি-বেসরকারি, বুদ্ধিজীবী, সুশীল সমাজ আলোচনা করে জানান, দেশের সব মানুষকে দুপুর আড়াইটার মধ্যে তাদের পাপ স্বীকার করতে হবে। তাহলেই এই ঘূর্ণিঝড়ের আঘাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে! 

এরপর ঘূর্ণিঝড় ‘কিয়ান্ট’ আঘাত হানলো কি-না তা জানা যাবে ‘সাবধান’ নাটকে। এটি ছয় পর্বের ধারাবাহিক। লিখেছেন ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। তিনি বাংলানিউজকে বললেন, "বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী পরশুরামের ‘গগনচটি’ গল্পে অনুপ্রাণিত হয়ে এই গল্পটি লিখেছি। " 

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, মীর সাব্বির, তানজিকা, নোভা, তাসনুভা তিশা, নাফিসা কামাল ঝুমুর, স্বাধীন খসরু, কর্ণসহ অনেকে।  

গত ৮ জুন শুরু হয়েছে নাটকটির দৃশ্যধারণ হয়েছে চারদিন। ঢাকার নিকেতন, শাহবাগ, হাতিরঝিল, রামপুরাসহ বিভিন্ন স্থানে কাজ হয়েছে। রোজার ঈদে একুশে টিভিতে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।