ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিষণ্ন সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
বিষণ্ন সেলেনা গোমেজ সেলেনা গোমেজ ও ক্রিস্টিনা গ্রিমি

মার্কিন গায়িকা সেলেনা গোমেজের মনটা শোকাহত। বন্ধু ক্রিস্টিনা গ্রিমিকে হারিয়ে মুষড়ে পড়েছেন তিনি।

২৩ বছর বয়সী এই তারকা মায়ামিতে অনুষ্ঠিত কনসার্টে 'দ্য ভয়েস' প্রতিযোগিতা থেকে উঠে আসা গ্রিমির প্রতি শ্রদ্ধা জানান।

সেলেনা বলেছেন, 'ক্রিস্টিনার একটি উল্লেখযোগ্য বিষয় হলো, নিজের ওপর বিশ্বাস ছিলো ওর। এটি ধর্মীয় বা ভালো কাজের ব্যাপার নয়। ওর শুধু বিশ্বাস ছিলো। বুঝতে পারছি না এমন একটি মেয়ের ওপর কীভাবে ঘটনাটা ঘটলো। '

এরপর গ্রিমিকে উৎসর্গ করে হিলসং ওরশিপের 'ট্রান্সফিগারেশন' পিয়ানো বাজিয়ে গেয়ে শোনান সেলেনা। তার এই পরিবেশনা ছিলো আবেগঘন। কনসার্টের আগে গ্রিমির সঙ্গে হৈহুল্লোড়ের সময় তোলা একটি ছবি পোস্ট করেন একসময়ের এই ডিজনি তারকা। ক্যাপশনে তিনি লিখেছেন, 'মনটা সত্যিই ভেঙে পড়েছে। তোমাকে মিস করবো ক্রিস্টিনা। '

সেলেনার সৎ বাবা ব্রায়ান টিফে ইউটিউবে ক্রিস্টিনা গ্রিমির গান শুনে মুগ্ধ হন। এরপর গ্রিমির ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি। ২২ বছর বয়সী এই প্রয়াত গায়িকার পরিবারের সহায়তায় অনলাইনে তহবিল গঠন করেছেন ব্রায়ান। গো ফান্ড মি শীর্ষক এই প্রচারণায় এরই মধ্যে ৩৩ হাজার মার্কিন ডলার জমা পড়েছে। তবে ব্রায়ানের লক্ষ্য ছিলো মাত্র ৪ হাজার ডলার।

ব্রায়ান টিফে বলেছেন, 'আমার বেদনা ভাষায় বর্ণনা করতে পারছি না। ওর মাধ্যমে বাবার চোখ দিয়ে সংগীতাঙ্গনে কাজ করাটা শিখেছি। ক্রিস্টিনা আমার কাছে মেয়ের মতোই ছিলো। '

গত ১০ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডোর প্লাজা লাইভে অনুষ্ঠিত কনসার্টে পপ-রক ব্যান্ড বিফোর ইউ এক্সিটের সঙ্গে সংগীত পরিবেশন করেন ক্রিস্টিনা গ্রিমি। কনসার্ট শেষে ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় এক আততায়ীর গুলিতে নিহত হন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
বিএসকে/জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।