সোনারগাঁয়ের পানাম সিটিতে ভেসপায় চড়ে পারিহাকে নিয়ে যাচ্ছেন সুমন পাটোয়ারি। দু’জনই হাস্যোজ্জ্বল।
গত ১০ জুন আরেকটি ছবি ফেসবুকে পোস্ট করেন সুমন পাটোয়ারি। এতে দেখা যাচ্ছে, পুরান ঢাকার রায়সাহেব বাজারে মহাজনের মতো তিনি বসে ওপরে চেয়ে আছেন। তার একপাশে পুরনো দিনের ট্রানজেস্টার। এটা কীসের?
সুমন জানালেন, দুটো একই বিজ্ঞাপনচিত্রের। এর বিষয়বস্তু হলো পারিবারিক ব্যবসা, স্ত্রী বা দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত কিছু বিষয় পুরনো হলেও চাইলেই বদলানো যায় না। কিন্তু আরএফএলের পণ্য পাল্টানো যায়।
শিগগিরই এর প্রচার শুরু হবে টিভি চ্যানেলগুলোতে। এটি নির্মাণ করেছেন সানবীম আশরাফ। বিজ্ঞাপনের বাইরে ঈদের কয়েকটি নাটকে অভিনয় করেছেন সুমন পাটোয়ারি। এর মধ্যে আলাদাভাবে বললেন ‘জিনিয়াস’, ‘প্যারা টু’, ‘ক্রেজি লাভ’ ও ‘খুঁটিনাটি’র কথা।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
জেএইচ