‘ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায় কথায় হাসে না/জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না-’ ভবানীপ্রসাদ মজুমদারের জনপ্রিয় এই ছড়া নিয়ে গান বেঁধেছেন বিপ্লব। আলোচিত এই গায়কের নতুন একক অ্যালবামে থাকছে এটি।
মঙ্গলবার (২১ জুন) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে বিপ্লব বলেন, ‘সত্যি বলতে, সাউন্ডটেকের মালিক বাবুল ভাইয়ের কারণেই অ্যালবামটি করছি। সিডি আসার আগে, কালকের মধ্যে শিরোনাম গানটি প্রকাশ করবো ফেসবুক ও ইউটিউবে। এরপর ভিডিওর পরিকল্পনাও আছে। ’
বিপ্লব জানান, সাত বছর বিরতির পর নতুন এককে ব্যতিক্রমী কিছু গান রেখেছেন নতুন এককে। বৈচিত্র্য রাখার জন্য পছন্দের ছড়াকে সুর দিয়ে কণ্ঠে তুলেছেন তিনি। অ্যালবামে থাকছে রক, মেলোডি, আধ্যাত্মিক ধারার গান। ছড়া গানের পাশাপাশি থাকছে ‘কাফনের কাপড়ে পকেট থাকেনা’, ‘এই তো জীবন’ প্রভৃতি শিরোনামের গান। গীতিকবির তালিকায় আছেন- ভবানীপ্রসাদ মজুমদার, রেজাউদ্দিন স্টালিন, মোহাম্মদ হোসেন জেমী, বশির আহমেদ, রাজু আহমেদ ও বিপ্লব নিজে। ৮টি গান দিয়ে সাজানো হয়েছে ‘আমার কোনো টেনশন নাই’।
অ্যালবামের নাম নির্বাচনের ব্যাপারে বিপ্লব বলেন, ‘জাগতিক অনেক বিষয় নিয়ে আমার অনেক টেনশন বা দুশ্চিন্তা হয়। তারই প্রতিফলন ঘটেছে অ্যালবামে, কিন্তু তীর্যক বক্তব্যের মাধ্যমে। সত্যি বলতে কম-বেশি সবাই টেনশনে আছে। ’
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এসও