ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবার আমজাদ হোসেন, আবার জব্বর আলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুন ২২, ২০১৬
আবার আমজাদ হোসেন, আবার জব্বর আলী আমজাদ হোসেন

বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন নাটক নির্মাণও সিদ্ধহস্ত। বিশেষ করে ঈদকে ঘিরে তার জব্বর আলী সিরিজ কয়েক দশক ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় আসছে ঈদে টিভিপর্দায় থাকছে আমজাদ হোসেনের নতুন নাটক।

নাটকটি রচনা, পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন আমজাদ হোসেন। নতুন এ নাটকটির নাম ‘জব্বর আলীর নিউ স্টোরি’।  

দুই বন্ধুর দ্বন্দ্ব আর দুই পরিবারের ভালোবাসার গল্প নিয়ে এগোবে নতুন কিস্তি। দুই বন্ধুর পরিণতি কী, তা দেখতে হলে চোখ রাখতে হবে এশিয়ান টিভির পর্দায়। ঈদের দিন রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ‘জব্বর আলীর নিউ স্টোরি’।  

ঈদ উপলক্ষে সাতজন চলচ্চিত্রকারের ৭টি নাটক প্রচার করতে যাচ্ছে এশিয়ান টিভি। আমজাদ হোসেনের পাশাপাশি চ্যানেলটি প্রচার করবে ছয় তরুণ চলচ্চিত্র নির্মাতার বানানো নাটক। তারা হলেন- তৌকীর আহমেদ, সাফিউদ্দিন সাফি, শিহাব শাহীন, অনিমেষ আইচ, নঈম ইমতিয়াজ নেয়ামুল ও আশিকুর রহমান।  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।