‘প্রথমবারের মতো প্রিয় শিল্পী তাহসান ভাইয়ের গানে মডেল হয়েছি। মিউজিক ভিডিওটি জুড়ে থাকছে রোমান্টিকতার ছোঁয়া।
বুধবার (২২ জুন) তাহসানের গাওয়া ‘বলছি শোনো’ গানের মিউজিক ভিডিওতে কাজ করা প্রসঙ্গে বাংলানিউজকে কথাগুলো বলেছেন তৌসিফ।
‘সূর্য হয়ে আলো ছড়াও মনের জানালায়/চন্দ্র হয়ে জোসনা উড়াও নিঝুম নিরালায়/দিন রাতের ভাবনাতে ছুঁয়ে ছুঁয়ে যাও/বলছি শোনো এবার তবে ভালোবাসা দাও…’ রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। ভিডিওটির দৃশ্যধারন হয়েছে উত্তরায়।
কাজের অভিজ্ঞতা হিসেবে তৌসিফ বলেন, ‘পুরো একদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছি। বৃষ্টিতে ভেজার কিছু দৃশ্যধারণ করা হয়েছিলো রাতে। এতো বাতাস ছিলো যে, ভেজার পর বেশ ঠাণ্ডা লাগছিলো। শরীর গরম করার জন্য জেনারেটরের কালো ধোঁয়ার সামনে দাঁড়িয়ে ছিলাম। ’
সিএমভি মিউজিকের ব্যানারে প্রকাশিত মিশ্র অ্যালবাম ‘বলছি শোনো’র টাইটেল ট্র্যাকটি গেয়েছেন তাহসান। মিউজিক ভিডিওটি এবারের ঈদে প্রকাশ করা হবে। ভিডিওটি তৈরি করেছেন মারুফ হাসান প্রেমণ। তৌসিফ মাহবু্বের সঙ্গে মডেল হিসেবে আছেন সায়রা আক্তার জাহান।
*তাহসানের ‘বলছি শেনো’ গান (অডিও):
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
জেএমএস/এসও