মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সনদ হাতে পেয়েছেন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া কর্তাব্যক্তিরা।
‘সম্রাট’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। খল চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে। গত দশ বছরে এই তিন তারকা অর্ধশতাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এসবের অধিকাংশই ব্যবসায়িক সাফল্য পেয়েছে।
চলতি বছরে শাকিব-অপু-মিশা ত্রয়ীর প্রথম ছবি হিসেবে মুক্তি পাচ্ছে ‘সম্রাট’। তাদের ঈদ-ভাগ্য বরাবরই ভালো। এই তিনজন এক ছবিতে থাকলে হিট-সুপারহিট নিশ্চিত ধরে নেওয়া হয়। তাই কাগজে-কলমে ‘সম্রাট’ এ ঈদে ফেভারিট। এর মুক্তি উপলক্ষে প্রদর্শক, বুকিং এজেন্টদের উত্তেজনা তুঙ্গে।
ছবিটিতে ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর বিপরীতেও দেখা যাবে অপু বিশ্বাসকে। এ ছাড়াও আছেন কাবিলা, শিমুল খান, সুব্রত, ডিজে সোহেল, এবি রোকন প্রমুখ। এর গান তৈরি করেছেন আরফিন রুমি, ইমরান, কলকাতার ডাব্বু ও স্যাভি। আবহ সংগীত পরিচালনায় হৃদয় খান।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
জেএইচ