ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমার সাফল্য চিরকাল থাকবে না : প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
আমার সাফল্য চিরকাল থাকবে না : প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্বসুন্দরী হওয়ার মধ্য বিনোদন দুনিয়ায় প্রিয়াঙ্কা চোপড়ার পথচলা শুরু। এরপর বলিউড তারকা, আর্ন্তজাতিক সংগীতশিল্পী আর এখন হলিউড অভিনেত্রী- সবই হয়েছেন তিনি।

এ যেন সাফল্যের অনন্য গল্প।  

কিন্তু এসব সাফল্য নিয়ে মেতে থাকেন না প্রিয়াঙ্কা। এ নিয়ে তার খুব মাথাব্যথাও নেই। কারণ ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী ভালো করেই জানেন, একদিন সব খ্যাতি ও গৌরব হারিয়ে যাবে!

নিজের গাওয়া 'ইন মাই সিটি' গানটি প্রকাশের মাধ্যমে পশ্চিমে প্রিয়াঙ্কার স্বপ্নিল যাত্রা শুরু হয় ২০১২ সালে। এর পথ ধরে তার কাছে এসেছে আমেরিকান টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’। এরপর আর পেছনে তাকাতে হচ্ছে না তাকে। ‘বেওয়াচ’ ছবিটি হাতে আসায় হলিউডে অভিষেক হয়ে গেছে তার। এর আগে অস্কার মঞ্চেও উঠেছেন তিনি।  

প্রিয়াঙ্কা বলেছেন, 'আমি বিশ্বাস করি, প্রত্যেককেই শেকড়ের কথা মনে রাখতে হয়। সাফল্য নিয়মিত আসবে এমন নিশ্চয়তা নেই। কেউই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারে না। এটা এক নিমেষে চলে যায়। আমি নিশ্চিত, আমার বেলায়ও এমন হবে। তবে সাফল্যকে অর্জন করতে পেরেছে এমন অনেকের সঙ্গে আমার নামটাও রাখতে হবে। '

'বাজিরাও মাস্তানি' তারকা মন্তব্য করেন, এখন সময় বদলে গেছে। এখন প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে। তরুণ-তরুণীদের একটি নির্দিষ্ট বিষয়ে আটকে থাকা উচিত নয়। আমরা এমন একটা সময়ে আছি যেখানে সবাই সবকিছু করতে পারে। তাই সম্ভাবনাকে থমকে রাখা উচিত হবে না। মুক্তমনা হতে হবে সবাইকে। '

এদিকে ফ্রান্সের প্যাারিসে 'কুয়ান্টিকো'র দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে। এ উপলক্ষে সেখানে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু ব্যস্ত সময়সূচির কারণে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর পৌঁছান তিনি। এ কারণে ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছে।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।