ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যুদ্ধ ফটোসাংবাদিক হবেন টম হার্ডি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
যুদ্ধ ফটোসাংবাদিক হবেন টম হার্ডি টম হার্ডি

কিংবদন্তি যুদ্ধ ফটোসাংবাদিক ডন ম্যাককালিন চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা টম হার্ডি। 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড' তারকার সঙ্গে মিলে এটি প্রযোজনা করবেন ডিন বেকার, টিম বেভান ও এরিক ফেলনার।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটির চিত্রনাট্য তৈরি করছেন স্কটিশ নাট্যকার গ্রেগরি বার্ক। খবর ডেডলাইনের।  

১৯৯০ সালে প্রকাশিত হয় ম্যাককালিনের স্মৃতিগ্রন্থ 'আনরিজনেবল বিহেভিয়ার'। ২০১৫ সালে তার ৮০তম জন্মবার্ষিকীতে হালনাগাদ করা হয় এটি।  বইটিতে উঠে এসেছে দ্ধকালীন লন্ডনে দারিদ্র্যপীড়িত শৈশব কাটানো ম্যাককালিনের সর্বকালের সবচেয়ে বিখ্যাত যুদ্ধ ফটোসাংবাদিক হওয়ার পথে অবিচল যাত্রার কথা।  

ম্যাককালিন সানডে টাইমসের প্রধান আলোকচিত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভিয়েতনাম যুদ্ধ, আফ্রিকায় মহামারী এইডসের প্রাদুর্ভাব, ফকল্যান্ডস সঙ্কট ও বার্লিন প্রাচীরের নির্মাণ কাজ ক্যামেরাবন্দি করেছিলেন তিনি।  

টম হার্ডি এখন ক্রিস্টোফার নোলানের পরিচালনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ নির্ভর থ্রিলার ধাঁচের ছবি 'ডানকার্ক'-এ অভিনয় করছেন। সবশেষ লিওনার্ডো ডিক্যাপ্রিওর সঙ্গে 'দ্য রেভেন্যান্ট' ছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন ৩৮ বছর বয়সী এই তারকা।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।