বলিউড সুপারস্টার সালমান খান ‘সুলতান’ ছবিতে তার কোচের ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা। চরিত্রটির উপস্থিতি এমনিতেই কম, তার ওপর সম্পাদনার টেবিলে আরও কমানো হয়েছে।
দুই বছর আগে ‘কিক’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন সালমান ও রণদীপ। তখন থেকেই পর্দা ও বাস্তবে তাদের বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্য চোখে পড়ার মতো। খান পরিবারের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে দেখা যায় রণদীপকে। গত মাসে তিনি জানান, সালমান না থাকলে ‘সুলতান’-এর কাজ করতেন না। সল্লুই কোচের চরিত্রে তার নাম সুপারিশ করেন। তাই ছবিটিতে রণদীপের উপস্থিতি যতোটা সম্ভব বেশি রাখার ব্যাপারে হস্তক্ষেপ করছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।
একটি সূত্র জানিয়েছে, নির্মাতারা ‘সুলতান’-এর কোচের জন্য কাকে নেবেন ভাবার সময় ‘সর্বজিৎ’ তারকা রণদীপকে নেওয়ার পরামর্শ দেন সালমান। সম্প্রতি তিনি জানতে পারেন, পোস্ট-প্রোডাকশনে গিয়ে কোচের ভূমিকা ছাঁটা হয়েছে। তড়িঘড়ি প্রযোজক আদিত্য চোপড়াকে ফোন করে রণদীপের উপস্থিতি বাড়াতে বলেন সল্লু।
কয়েক মাস আগে হরিয়ানা ও দিল্লিতে রণদীপের অংশের চিত্রায়ন হয়। এর মাঝে অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচারের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। একটি সূত্র জানায়, স্বল্প উপস্থিতির চরিত্রে অভিনয় করলেও রণদীপের অংশ কমানো হয়েছে অকারণে যেন দীর্ঘ মনে না হয় ছবিটি। কিন্তু তার সব দৃশ্য পুনরায় যুক্ত করার জন্য বলেছেন সল্লু। তার প্রস্তাব মেনেও নিয়েছেন নির্মাতারা।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা। এটি মুক্তি পাবে আগামী ৭ জুলাই।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
জেএইচ