ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদের ১১ টেলিছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
ঈদের ১১ টেলিছবি ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে অসংখ্য নাটক ও টেলিছবি। এর মধ্যে ১১টি টেলিছবি দেখাবে চ্যানেল আই। এগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয়তা অভিনয়শিল্পীরা। 

জনপ্রিয় নির্মাতাদের বানানো টেলিছবিগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত। এবার দেখা যাক কোনদিন প্রচার হবে কোন টেলিছবি—

ঈদের দিন
বেলা ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘বিগ শট’।

একঝাঁক তারকা নিয়ে নির্মিত এ টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন আরফান আহমেদ। অভিনয়ে জাহিদ হাসান, তৌকির আহমেদ, মাহফুজ আহমেদ, আজাদ আবুল কালাম পাভেল, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, শহিদুল আলম সাচ্চু, এ টি এম শামসুজ্জামান, প্রভা, মৌসুমী হামিদ, স্বাগতা প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন
দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘সোনার বরনী কইন্যা’। সাইদুর রহমান রাসেলের পরিচালনায় অভিনয় করেছেন মেহজাবিন, তওসিফ, ইভানা, কল্যাণ কোরাইয়া, সোহেল খান প্রমুখ।

ঈদের তৃতীয় দিন
‘বাঘিনী’ প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। আশফাক নিপুনের রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন মেহজাবিন, ইরফান সাজ্জাদ, নাদের চৌধুরী, ড. এনামুল হক, আজাদ, মিলি, জীবন, মারজুক রাসেল প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে ‘সে সময়ে তুমি আমি’। রচনা ও পরিচালনা করেছেন  মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে তাহসান, বিদ্যা সিনহা মিম, সিয়াম নাসির, মুশফিক আর ফারহান প্রমুখ।

ঈদের চতুর্থ দিন
‘ছক্কা’ দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু, মিশু সাব্বির, সাফা কবির প্রমুখ। বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে ‘বিফলে মূল্য ফেরৎ’। জাকারিয়া সৌখিনের রচনায় পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয়ে জাহিদ হাসান, নিপুন, আরফান আহমেদ, ডলি জহুর, কচি খন্দকার, ফারুক আহমেদ প্রমুখ।

ঈদের পঞ্চম দিন
দুপুর ২টা ৩৫ মিনিটে রয়েছে ‘মীরজাফর এর মৃত্যু চাই’। আরিফুর রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুঁই করিম, বাঁধন, সুমন পাটওয়ারী, সিনথিয়া, আবদুল্লাহ রানা, ফারুক আহমেদ, সোহেল খান, তারিক স্বপন প্রমুখ। বিকেল সাড়ে ৮টায় প্রচার করা হবে ‘আবে রওয়া’। রচনা ও পরিচালনা করেছেন মতিয়া বানু শুকু। অভিনয়ে প্রভা, ইমন, সামিয়া, তারিক আনাম খান প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন
দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে ‘কিছু আটপৌরে জীবনের গান’। রচনা ও পরিচালনা করেছেন  মাহমুদ দিদার। অভিনয়ে নিরব, তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিয়া ইসলাম, মনির হোসেন প্রমুখ। ‘হারানো পাতায় প্রেম’ প্রচার হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। আফজাল হোসেন ও তারিনকে নিয়ে এটি তৈরি করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকী।

ঈদের সপ্তম দিন
তারিক আনাম খান ও শম্পা রেজা অভিনয় করেছেন ‘ওপারে বসন্ত’-এ। রচনা ও পরিচালনা করেছেন রাজিব হাসান। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।