যৌথ প্রযোজনার দুই ছবি জিৎ-শুভশ্রী-ফারিয়ার ‘বস টু’ ও শাকিব খান-শুভশ্রীর ‘নবাব’ পেয়েছে অধিকাংশ হল। অন্যদিকে দেশীয় প্রযোজনায় তৈরি শাকিব খান-অপু বিশ্বাস-আনিসুর রহমান মিলনের ‘রাজনীতি’ ছবিটি আগ্রহ তৈরি করলেও আশানুরূপ হল পায়নি।
মুক্তির প্রথম দিন (২৬ জুন) ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে দর্শক সমাগম ছিলো আশাব্যাঞ্জক। একাধিক শো হাউসফুল হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে পুরবী, সনি ও শ্যামলী হলের ক্ষেত্রে এমনটি ঘটেছে। এগুলোতে চলছে ‘নবাব’ ও ‘বস টু’। ঢাকার অধিকাংশ হলই এই দুই ছবির দখলে। অন্যদিকে ঢাকায় একটি মাত্র হল (যমুনা ব্লকবাস্টার) পেয়েছে ‘রাজনীতি’। এখানে দর্শকের উপস্থিতি মোটামুটি।
এদিকে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে জাজ মাল্টিমিডিয়ার দুই ছবি ‘বস টু’ ও ‘নবাব’-এর অগ্রিম টিকেট বিক্রি শেষ বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। তারা বলছে, ২৭ জুনের প্রতিটি শো হাউসফুল হবে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
এসও