ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যেভাবে গাব্বার হয়েছিলেন আমজাদ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
যেভাবে গাব্বার হয়েছিলেন আমজাদ খান আমজাদ খান (ছবি: সংগৃহীত)

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ভয়ানক খলনায়ক ছিলেন তিনি। রমেশ সিপ্পি পরিচালিত ‘শোলে’ ছবিতে ডাকাত সরদার গাব্বার সিং চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কথা হচ্ছে- প্রয়াত বলিউড অভিনেতা আমজাদ খানকে নিয়ে।

কিন্তু জনপ্রিয় এই চরিত্রটির প্রথম পছন্দ ছিলেন না আমজাদ খান। সম্প্রতি বর্ষীয়ান এই অভিনেতার ২৫তম মৃত্যু বার্ষিকীতে তার স্মৃতি স্মরণ করে এমনটাই জানিয়েছেন রমেশ সিপ্পি।

এছাড়া কিভাবে তাকে নেওয়া হয়েছিলো সেটিও জানান তিনি।

এ প্রসঙ্গে রমেশ জানান, ‘নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন আমার বোন। যার ফলে সে আমাকে একটি নাটক দেখার জন্য মুম্বাইয়ে আমন্ত্রণ জানান। সেসময় আমজাদকে একজন আফ্রিকান চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। আর তখনই মনে হয়েছিলো ‘গাব্বার সিং’ চরিত্রটির জন্য তিনি সেরা। ’

১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘শোলে’তে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী ও জয়া বচ্চনসহ প্রমুখ।     

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।