ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভেন্টিলেশনে দিলীপ কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
ভেন্টিলেশনে দিলীপ কুমার দিলীপ কুমার (ছবি: সংগৃহীত)

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সেজন্য শুক্রবার (৪ আগস্ট) সকালে ৯৪ বছর বয়সী এই তারকাকে হাসপাতালের ভেন্টিলেটরে (কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চালু রাখার যন্ত্র) রাখা হয়েছে।

কিডনির সমস্যা ও ডিহাইড্রেশনের (পানিশূন্যতা) কারণে বুধবার (২ আগস্ট) মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। সেখানে নিয়েই বর্ষিয়ান এই অভিনেতাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ধীরে ধীরে আরও অবনতির দিকে যাচ্ছে দিলীপ কুমারের শারীরিক অবস্থা।

এ বিষয়ে লীলাবতি হাসপাতালের চিকিৎসক জলিল পার্কার সংবাদমাধ্যমকে জানান, ‘তার কিডনি ফাংশনগুলোর কোনো উন্নতি হচ্ছে না। উপরন্তু আরও খারাপের দিকে যাচ্ছে। সকালে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ’

এর আগে দিলীপ কুমারের শারীরিক অবস্থার কথা জানিয়ে তার স্ত্রী সায়রা বানু বলেছিলেন, তার দ্রুত সুস্থতার জন্য আমাদের সবার প্রার্থনা করা উচিত। সৃষ্টিকর্তার ইচ্ছা থাকলে তিনি সুস্থ হয়ে যাবেন। চিকিৎসকরা সবসময় তার পাশে রয়েছেন। ’

দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি চলচ্চিত্র। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।

গত বছর ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পান দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
বিএসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।