ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

বিনোদন

মেয়ের ছেলে বন্ধুতে মায়ের আপত্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫২, আগস্ট ৬, ২০১৭
মেয়ের ছেলে বন্ধুতে মায়ের আপত্তি মা অমৃতা সিংয়ের সঙ্গে সারা আলী খান (ছবি: সংগৃহীত)

প্রাক্তন দম্পতি সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। বেশ কিছুদিন ধরেই সারার বলিউড অভিষেকের গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা পাওয়া যায়, সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে রুপালি জগতে পা রাখবেন সাইফকন্যা।

তবে ছবিতে অভিষেকের আগেই অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গে সারার প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। আর এতে মোটেও খুশি নন মা অমৃতা সিং।

তাই ছেলে বন্ধু ও সহশিল্পীদের সঙ্গে নাকি সারাকে ঘোরাফেরা করতে নিষেধ করেছেন অমৃতা।

এ প্রসঙ্গে অমৃতার একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘অনেক সময় ভুল কারণে তারকারা শিরোনামে আসেন। বিশেষ করে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। তরুণ তারকাদের ক্ষেত্রে এ সমস্যা আরও বেশি। তাই সারাকে খুব পরিস্কারভাবে এ ধরনের খবর থেকে দূরে থাকতে বলা হয়েছে। যাতে বলিউড অভিষেকের আগে শুধু মাত্র অভিনয়ে মন দিতে পারে। ’’

‘কেদারনাথ’ ছবিতে সারাকে নেওয়া প্রসঙ্গে পরিচালনা অভিষেক কাপুর বলেন, ‘ছবিতে নতুনদের নেওয়ার বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া। সারা খুব সুন্দর এবং প্রাণবন্ত। আমরা আজ যে প্রতিভা নিয়ে হাজির হচ্ছি, তা আগামীতে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।