ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যেভাবে পারেন এফবিআইকে জানান: সালমানের মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
যেভাবে পারেন এফবিআইকে জানান: সালমানের মা নীলা চৌধুরী ও সালমান শাহ

কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুরহস্যে নতুন বাঁক তৈরি হয়েছে। হত্যা মামলার আসামি রাবেয়া সুলতানা রুবি ভিডিওবার্তায় স্বীকার করেছেন যে, সালমান শাহকে হত্যা করা হয়েছিলো। এ ঘটনার যথেষ্ট তথ্য-প্রমাণ তার কাছে রয়েছে। নায়কের মা নীলা চৌধুরীর কাছে এ ব্যাপারে সাহায্য চেয়েছেন রুবি।  

রুবির ভিডিও বার্তাটি দেখেছেন সালমানের গর্ভধারিনী নীলা চৌধুরী। তিনি এখন লন্ডনে ছোট ছেলে শাহরানের কাছে।

৭ আগস্ট ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। একাধিক পোস্ট-এ নীলা চৌধুরী লিখেছেন, ‘প্রিয় দেশবাসী। আমাকে সাহায্য করুন। দেখুন, রুবি সুলতানার স্বীকারোক্তি। কীভাবে সালমানকে হত্যা করা হয়েছে। যেভাবে পারেন এফবিআইকে জানান, বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটা চালিয়ে দেন। ’ 

তিনি আরও লিখেছেন, ‘প্রিয়জন, খেয়াল রাখবেন এই নিউজের পর অনেকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। শান্তভাবে কাজ করবেন। ’ 

এদিকে তিনি সালমানের স্ত্রী সামিরা ও তার পরিবার যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর দিতে অনুরোধ করেন।

রুবিকে উদ্দেশ্য করে নীলা চৌধুরী লিখেছেন, ‘রুবি তুমি এতো কথা বলতে পারছো তাহলে এফবিআই বা আমেরিকার পুলিশকে জানাতে পারছো না কেন, তারা যাতে তোমাকে নিরাপদে রাখে। তোমার ফোন নাম্বার দাও। ’

রুবি দাবি করেছেন, সালমান শাহকে খুনে জড়িত ছিলেন তার স্বামী যিনি চীনা নাগরিক চ্যান লিং চ্যান ওরফে জন চ্যান। এতে জড়িত ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরার পরিবারও।  
 

আরও পড়ুন>>>
আসামিই স্বীকার করলেন সালমান শাহকে খুন করা হয়েছিলো
কে এই রুবি?

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।