ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নবাবদের সম্পত্তি পুনরুদ্ধারে আদালতে শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
নবাবদের সম্পত্তি পুনরুদ্ধারে আদালতে শর্মিলা ঠাকুর শর্মিলা ঠাকুর (ছবি: সংগৃহীত)

ভোপাল নবাব পরিবারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পত্তি কবজা করে রেখেছেন দখলদাররা। সম্প্রতি এমন অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তার দাবি, ওই সম্পত্তির আসল মালিক তিনি। জমি পুনরুদ্ধারে আইনের আশ্রয় নিচ্ছেন নবাব-বধূ।

ভোপালের কোহ-ই-ফিজা এলাকায় অবস্থিত ওই সম্পত্তিতে নবাবি আমলে ভোপালের প্রধান বিচারপতি সালামুদ্দিন খানের সরকারি বাসভবন ছিলো। যা এখন দখল করে রয়েছেন সালামুদ্দিনের এক নাতনির স্বামী আজম খান।

তিনি জানান, ওই সম্পত্তি নাকি নবাবরা তাদের দান করেছেন।

এ প্রসঙ্গে শর্মিলা জানান, মনসুর আলি খান পতৌদির সঙ্গে বৈবাহিক সূত্রে ওই সম্পত্তির মালিকানা তার। কারণ পতৌদি ছিলেন ভোপালের নবাব হামিদুল্লা খানের নাতি, তাই তার আসল অধিকারী শর্মিলাই।

তাই আদালতে তার অনুরোধ, দখলদারদের উচ্ছেদ করে তার সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক।

শর্মিলা অভিযোগ করে আরও জানান, সমাজবিরোধীদের সাহায্যে ওই বাড়ির তালা ভেঙে ঢুকে তা দখল করা হয়েছে, চুরি করা হয়েছে বেশ কিছু মূল্যবান সামগ্রী। সম্পত্তির মালিকানা সংক্রান্ত কাগজপত্রও জাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।