আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবারের পর্বটি ধারণ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের শৈশব মিশ্রিত কুড়িগ্রাম জেলায়। এ আয়োজনে এবারের খেলাধুলার অংশ ধারণ করা হয় কুড়িগ্রামের ধরলা নদীর তীরে।
বালিশ লড়াই, বউ চি, বউ সাজানো, তৈলাক্ত কলাগাছ বেয়ে উঠা, চর্তুমুখীটান, দড়ি দিয়ে নদী পার, বেলুন ও বল নিয়ে দৌড় প্রভৃতি মজার সব খেলার পাশাপাশি ‘কৃষকের ঈদ আনন্দ’তে থাকছে ভাওয়াই সংস্কৃতি নিয়ে পরিবেশনা। আরও থাকছে দেশ-বিদেশের চমকপ্রদ ঘটনা নিয়ে বিশেষ প্রতিবেদন।
শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদুল আজহার পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
জেআইএম/বিএসকে