ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

রোনালদো-মানেদের কোচিংয়ের দায়িত্বে জেসুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, জুলাই ১৫, ২০২৫
রোনালদো-মানেদের কোচিংয়ের দায়িত্বে জেসুস ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে রোমাঞ্চ ফেরাতে পুরোনো প্রতিদ্বন্দ্বী ক্লাবে নতুন অধ্যায় শুরু করলেন জর্জ জেসুস। আল-হিলাল ছাড়ার দুই মাসের মাথায় এবার আল নাস্‌রের দায়িত্ব নিলেন অভিজ্ঞ এই পর্তুগিজ কোচ।

৭০ বছর বয়সী জেসুসকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার বিষয়টি সোমবার আনুষ্ঠানিকভাবে জানায় আল নাস্‌র। এতে নতুন কোচ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানেরা।

২০২৩-২৪ মৌসুমে আল-হিলালের হয়ে ঘরোয়া ট্রেবল (সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ) জেতান জেসুস। তবে গত মে মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট রাউন্ডে সেমি-ফাইনালে আল আহলির কাছে হেরে দায়িত্ব ছাড়েন তিনি।

ফ্ল্যামেঙ্গোকে ২০১৯ সালে কোপা লিবের্তাদোরেস জেতানো এই কোচের সমৃদ্ধ ক্যারিয়ারে নতুন সংযোজন আল নাস্‌র। এখানে তিনি জায়গা নিচ্ছেন সদ্য বিদায়ী স্তেফানো পিওলির স্থানে।

গত মৌসুমে পিওলির অধীনে সৌদি লিগে তৃতীয় হয়ে আসর শেষ করে আল নাস্‌র। চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে ছিল রোনালদোর দলটি।

সম্প্রতি আল নাস্‌রের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো। এবার নতুন কোচের অধীনে শিরোপার খোঁজে নামবে তারা।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।