ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ফুটবল

দলবদলে ফিফার নিষেধাজ্ঞায় ফকিরেরপুল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, জুলাই ১৫, ২০২৫
দলবদলে ফিফার নিষেধাজ্ঞায় ফকিরেরপুল সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব পড়েছে বড় ধরনের সংকটে। খেলোয়াড়ের পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগে ক্লাবটির ওপর দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি নির্ভরযোগ্য সূত্র।

ফিফার এই নিষেধাজ্ঞার ফলে চলমান দলবদলের সময়সীমার মধ্যে ফকিরেরপুল কোনো নতুন খেলোয়াড়কে দলে নিতে পারবে না। আর লিগের নিয়ম অনুযায়ী যেহেতু বেশিরভাগ ফুটবলার এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ থাকেন, তাই আগের মৌসুমের খেলোয়াড়রাও থাকবেন কিনা—তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নিষেধাজ্ঞার পেছনে মূল অভিযোগ এনেছেন উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভ। তিনি দাবি করেছেন, ফকিরেরপুলের হয়ে খেলার সময় তার প্রাপ্য প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা পারিশ্রমিক এখনো পরিশোধ করা হয়নি। শুধু পারিশ্রমিক নয়, ক্লাব কর্তৃপক্ষ তাকে খাদ্য ও অন্যান্য মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত করেছে বলে অভিযোগ তার। গত মৌসুমে ৯ ম্যাচ খেলে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন জাকানোভ। তবে লিগের প্রথম পর্বের পর থেকেই তাকে মাঠে আর দেখা যায়নি।

বিষয়টি নিয়ে ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেন, “একজন বিদেশি খেলোয়াড় অভিযোগ করেছে বেতন না পাওয়া নিয়ে। তাকে আগের কমিটির মাধ্যমে আনা হয়েছিল। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করছি। ”

২০২৩-২৪ মৌসুমে ফকিরেরপুল ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ছিল অষ্টম স্থানে। তবে নতুন মৌসুমের জন্য দল গঠনের সময় একেবারেই কম। আগামী ১৪ আগস্ট শেষ হচ্ছে দলবদলের সময়সীমা। এর মধ্যেই নিষেধাজ্ঞা না উঠলে ক্লাবটি নতুন মৌসুমে অংশগ্রহণ নিয়েই বড় সংকটে পড়বে।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।