২২ দিনের বিরতি শেষে আবার মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল লিগ। দ্বিতীয় রাউন্ডের সূচনাতেই আলোচনায় ছিল তিনটি ম্যাচ, বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
প্রথম রাউন্ডে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করা আবাহনী আজ হেরে গেল ব্রাদার্স ইউনিয়নের কাছে। দীর্ঘদিন পর আবাহনীর বিপক্ষে জয়ের স্বাদ পেল ব্রাদার্স। ম্যাচের মাত্র চার মিনিটেই নেপালের অঞ্জন বিস্টা ব্রাদার্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে আবাহনীর রক্ষণভাগের ভুলে পেনাল্টি পায় ব্রাদার্স, সেখান থেকে ব্যবধান হয় ২-০। ইনজুরি সময়ে মালির ফরোয়ার্ড সুলেমানা দিয়াবাতে এক গোল শোধ করলেও তা পরাজয় ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না।
অন্যদিকে, গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামে মোহামেডান। রহিম উদ্দিনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় কালো-সাদা দল, কিন্তু দ্বিতীয়ার্ধে পুলিশের বাবলু সমতা ফেরান। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রতে সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।
দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। টানা অপরাজিত থেকে এবং গোল ব্যবধানে এগিয়ে থেকে রহমতগঞ্জ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
আগামীকাল লিগে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ লড়াই। ফর্টিস এফসি মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের, যা শীর্ষস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে পিডব্লিউডি ও আরামবাগের মধ্যকার ম্যাচে জয়ী দল যোগ করবে মূল্যবান ৩ পয়েন্ট।
এআর/এমএইচএম