ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রোনালদোয় নকআউটের আশা পর্তুগালের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, জুন ২৬, ২০১৪
রোনালদোয় নকআউটের আশা পর্তুগালের

ঢাকা: বৃহস্পতিবার রাত ১০টায় গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল-ঘানা।

এক ম্যাচ জয় ও এক ম্যাচ ড্র নিয়ে পর্তুগাল-ঘানা দু’দলের পয়েন্ট ১।

এটি শুধুমাত্র নিয়ম রক্ষার লড়াই হলেও, কিছু গাণিতিক হিসেবে উভয় দলেরই শেষ ষোলতে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও আছে।  

পর্তুগাল ৪-৩-৩ ছকে খেলতে পারে। তাদের সম্ভাব্য দলে থাকতে পারেন- বেতো, আলমেইদা, কস্তা, আলভেজ, পেরেইরা, মেইরেলেস, কারভালহো, মৌতিনহো, ভারেলা, রোনালদো ও নানি।

অন্যদিকে ঘানা খেলতে পারে ৪-২-৩-১ ছকে। তাদের সম্ভাব্য দল হতে পারে- দাউদা, আফ্ফুল, মেনসাহ, বোয়ে, আসামোআহ, ‍রাবিউ, বাদু, আস্তু, জে আইয়েউ, এ আইয়েউ ও গাইয়ান।

এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামের এ ম্যাচে রেফারি হিসেবে থাকবেন বাহরাইনের নওয়াফ শুকরাল্লা।

পর্তুগাল শিবিরে ইনজুরি আক্রান্তের তালিকায় আছে ফ্যাবিও কোয়েন্টারো, পোস্তিগা ও হুগো। তাদের মূল ভরসা ক্রিস্টিয়ানো রোনালদোও হাঁটুর ইনজুরি নিয়ে খুব একটা স্বস্তিতে নেই।

এদিকে ঘানার মুন্তারির নিষেধাজ্ঞায় তার জায়গায় নামতে পারে এমানুয়েল বাদু।

দুই দলেরই শেষ ষোলতে যাওয়ার সম্ভাবনা এখনও জিইয়ে আছে। সেক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে দুটো বিষয়ের উপর। এক,  যুক্তরাষ্ট্র-জার্মানি ম্যাচ ড্র হলে চলবে না। দুই, প্রতিপক্ষ দলকে বড় ব্যবধানে হারাতে হবে।

সেক্ষেত্রে পর্তুগাল একটু বিপদে আছে। দুই ম্যাচে তারা গোল দিয়েছে ২টি এবং খেয়েছে ৬টি। পর্তুগিজদের ব্যবধান একটু বেশিই রাখতে হবে।

একদিক দিয়ে অবশ্য পর্তুগাল এগিয়ে ঘানার চেয়ে। সেটা হলো, একজন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফার বর্ষসেরা ফুটবলার হয়ে বিশ্বকাপে এসেছিলেন। তার ইনজুরি বা ব্যর্থতায় আজ পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন মাটিতে মিশে যাওয়ার পথে। সিআর-৭ কে একেবারেই কি খালি হাতে ফেরাবে ব্রাজিল বিশ্বকাপ?

প্রজন্মের সবচেয়ে দামীমি ফুটবলার তিনি। সেটা তো এমনি এমনিই না! রোনি জ্বলে উঠলেই সম্ভব, মাঝখানে অবশ্য একটি ‘যদি’ আছে। থাক না, দেখা যাক ফুটবল দেবতা তার বিশ্বকাপ চিত্রনাট্যে কী লিখে রেখেছেন!

ফুটবল বিশ্লেষকরা ধারণা করছেন, ম্যাচটি ১-১ গোলে ড্র হতে পারে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ২৬ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।